• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউ.এ.ই’র ইফতার ও দোয়া মাহফিল 

     dailybangla 
    28th Mar 2025 3:48 pm  |  অনলাইন সংস্করণ

    মোশাররফ হোসেন, সংযুক্ত আরব আমিরাত: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের সাংগঠনিক সমন্বয়ক আহমেদ আলী মুকিব বলেছেন, ‘বিগত ১৭টি বছর গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছি দেশের জণগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।

    গণঅভ্যুত্থানের মাধ্যমে আংশিক সফলতা আসলেও এখনো পূর্ণাঙ্গ সফলতা আসেনি৷ আমরা আজও বিরোধী দলে আছি। আন্দোলন পুরোপুরি সফল তখন হবে যখন দেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠনের মাধ্যমে এই সফলতা জনগণ পাবে৷’

    মঙ্গলবার দুবাইয়ের একটি হোটেলের হলরুমে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আলী মুকিব এসব কথা বলেছেন।

    আমিনুল ইসলাম এনাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার করিমুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সৌদি আরবের পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার, সদস্য প্রকৌশলী আব্দুস সালাম খান, দুবাই বিএনপির সভাপতি মুহাম্মদ রফিক দিদারুল আলম ইঞ্জিনিয়ার রশিদ মাহে আলম প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন, নাছির উদ্দীন চৌধুরী।

    বক্তারা আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের দূরদর্শি নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে। বিএনপি সব সময় বলে আসছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যার্থ হতে দেওয়া হবে না৷ ঐক্যবদ্ধ থাকলে দেশ-বিদেশের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

    বক্তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। সবশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031