বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতের অঙ্গীকারে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ সভা এবং নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সাংবাদিক সমাজের অভিজ্ঞ ও প্রবীণ সদস্যদের সম্মিলিত উপস্থিতিতে আয়োজিত এ সভা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছে।
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর সাধারণ সভা সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের সঞ্চালনায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শনিবার ২৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুল রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা সাব-এডিটর্স কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল। এরপর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শহীদ ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সভাপতির উদ্বোধনী ও শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদক সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সভায় গঠনতন্ত্রের সংশোধনী উপস্থাপন করা হয় এবং কোষাধ্যক্ষ বাৎসরিক হিসাব পেশ করেন। কণ্ঠভোটে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সহ-সভাপতি রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. একাব্বর আলী, সদস্য শহীদুল ইসলাম, আলম হোসেন, এবিএম সেলিম আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশন প্রধান ও অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী আগামী ২০২৬–২০২৮ মেয়াদের জন্য বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে
সভাপতি নির্বাচিত হয়েছেন এবিএম সেলিম আহমেদ (সম্পাদক, দি ডেইলি ইভিনিং নিউজ)।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিকদার আবদুস সালাম (দৈনিক দেশ বর্তমান), আলম হোসেন (দৈনিক জনতা) এবং আবদুস সেলিম (যুগ্ম বার্তা সম্পাদক, দৈনিক দিনকাল)।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. একাব্বর আলী (দৈনিক কালের কণ্ঠ)।
যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল (দৈনিক যুগান্তর)।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান (দৈনিক করতোয়া)।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমিনুল হক মল্লিক (দৈনিক করতোয়া)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মোস্তফা জাহাঙ্গীর আলম (এনএনবি)।
দপ্তর সম্পাদক হয়েছেন একরামুল হক আসাদ (বাঙালীর কণ্ঠ)।
জনকল্যাণ সম্পাদক হয়েছেন মো. নুরুল হুদা (দৈনিক সংগ্রাম)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
এ কে এম করম আলী (দৈনিক সংবাদ প্রতিদিন), মো. খোরশেদ (দৈনিক ইনসানিয়াত), এডিএম সাদ বিন রাবী (ইসলামী টিভি), আশরাফ সরকার (দৈনিক একুশের বাণী), এম এ মজিদ (স্বদেশ বিচিত্রা), আসলাম ইকবাল (দৈনিক বাংলাদেশের আলো), খাদেমুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), মুনীর আহাম্মেদ (দৈনিক স্বদেশ খবর), এম এন আলী নিজাম (দৈনিক সকালের সময়) এবং মো. লুৎফর রহমান (দৈনিক নয়া দিগন্ত)।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



