• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ ফিল্ম ক্লাব নির্বাচন: জয়ী সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল 

     dailybangla 
    31st Dec 2025 9:56 pm  |  অনলাইন সংস্করণ

    আসলাম ইকবাল: চলচ্চিত্র জগতের বিনোদনমূলক সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লি.–এর দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল বিজয়ী হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের সদস্যদের ব্যাপক অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।

    গত ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ফিল্ম ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে শেষ পর্যন্ত সামসুল আলম–জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠ ভোট অর্জন করে জয়লাভ করে।

    নির্বাচনে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট। নির্বাচনে সাবেক অ্যাডমিন অপূর্ব রায় সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

    কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— রিয়ানা রহমান পলি (২৪০), এমএ কামাল (২২৯), মোজাহারুল ইসলাম ওবায়েদ (২২৭), শানু শিবা (২২৬), সাফি উদ্দিন সাফি (২১৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৫), জাহাঙ্গীর সিকদার (২০৪), মো. শাহ আলমগীর বাচ্চু (২০৩) এবং মোরশেদ খান হিমেল (২০২)।

    এবারের নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাবেক সভাপতি কামাল মো. কিবরিয়া লিপু। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া।

    নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৭৬ জন, এর মধ্যে ৪৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গভীর রাত ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

    নির্বাচন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার মো. রুকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। পুরো আয়োজনের স্থিরচিত্র ধারণ করেন মোস্তাফিজুর রহমান মিন্টু।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031