বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৫বি এবং এসপিএসএসসি-২০২৫বি কোর্সের কমিশন প্রদান উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৫ যশোরে বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
অফিসার ক্যাডেট নাফীস রাফীদ “সোর্ড অব অনার”, অফিসার ক্যাডেট মো. সাদিক ইসলাম তামীম “বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি”, অফিসার ক্যাডেট জান্নাতুল ইসরাত সাবা “কমান্ড্যান্টস ট্রফি” এবং অফিসার ক্যাডেট নুসরাত বিনতে ইসলাম নাইস “বিমান বাহিনী প্রধানের ট্রফি” লাভ করেন। বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন হয়ে একাডেমি পতাকা অর্জন করে।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণব্যবস্থা আধুনিক করা হয়েছে এবং অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান ও সিমুলেটর সংযোজন করা হয়েছে। বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন। এ পর্যন্ত ৩০ জন বিদেশি ফ্লাইট ক্যাডেট এখানে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
এই কুচকাওয়াজের মাধ্যমে ৮ জন মহিলা অফিসারসহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। কুচকাওয়াজের নেতৃত্ব দেন অফিসার ক্যাডেট তানজিম উল ইসলাম। শেষে বিমান বাহিনীর বিভিন্ন বিমানের ফ্লাইপাস্ট, অ্যারোবেটিক ডিসপ্লে এবং প্যারাট্রুপারদের প্যারা জাম্পিং প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবনিযুক্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



