বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মিশরের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে এক বৈঠকে বসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমী।
রোববার (২৯ জুন) বিকেলে রাজধানীর সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার দপ্তরে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বলেন, “মিশর বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় ও টেকসই করতে বাণিজ্য বাড়ানো সময়ের দাবী। তিনি বিশেষভাবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য—পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ ও সিরামিকস খাতে মিশরের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাষ্ট্রদূত ওমর ফাহমী বলেন, মিশর আন্তরিকভাবে বাংলাদেশকে একটি বন্ধুপ্রতীম দেশ হিসেবে দেখে এবং দুই দেশের রয়েছে ঐতিহাসিক সম্পর্ক। মিশর বাংলাদেশে পেট্রোকেমিক্যাল, সার এবং উন্নতমানের কাঁচা তুলা রপ্তানি করে থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। মিশরের উচ্চমানের তুলা ব্যবহার করে বাংলাদেশের পোশাক খাত আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার উপস্থিত ছিলেন।
বিআলো/সবুজ