• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন সম্পন্ন, মিষ্টার মামুন পরিষদের বিজয় 

     dailybangla 
    23rd Nov 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ

    আবুল হাসনাত তুহিন,ফেনী: দীর্ঘ ১৬ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬৯৭ জন ভোটারের এ নির্বাচন জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রূপ নিয়েছে। ১১৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার উৎসবমুখর পরিবেশে প্রয়োগ করেন। সংস্থার ৭ পদে প্রার্থী হয়েছেন, বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন, এনসিপি, এবিপার্টি ও স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন দল এবং সংস্থার ৩২ জন প্রতিনিধি। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর শুরু হয় ভোট গননা, ভোট গননা শেষে রাত ১২টার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত দের নাম ঘোষণা করা হয়।

    নির্বাচন কমিশন সচিব আবদুল জানান, ভোট গ্রহনের জন্য ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬টি বুথে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে অবস্থান করেছে। যেসকল সদস্য ভোটার কার্ড পায়নি তাৎক্ষণিক তাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে ভোট ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়। নির্বাচনী তফসিল মোতাবেক ভোটাভোটির মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ফেনী রেডক্রিসেন্ট সোসাইটিতে ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন সেক্রেটারী ও ৫ জন সদস্যকে নির্বাচিত করা হয়।

    বেসরকারী ফলাফল অনুযায়ী, ভাইস চেয়ারম্যান পদে ৬৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী পিপুল ৪৮৩ ভোট পেয়েছে। সেক্রেটারী পদে সালাহ উদ্দিন মামুন ৫০৩ ভোট পেয়ে বিজয়ী। তার নিকটতম প্রার্থী রশিদ ৩৫৫ ভোট পেয়েছে। আ ন ম আবদুর রহীম ২৫৩, ডাক্তার শহীদুল ইসলাম ২৩ ভোট পেয়েছে। ৫ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন স্বোচ্ছাসেবক পরিবারের সংগঠক ওসমান গনি রাসেল, হায়দার আলী রাসেল পাটোয়ারী, শরিফুল ইসলাম অপু, মেজবাহ উদ্দিন মিয়াজী, এম এ ইমরান বেসরকারীভাবে ফলাফলে নির্বাচিত হয়েছেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031