বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালকের সাথে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের সাথে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১টায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এ সভা আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে মহাপরিচালকের দায়িত্ব অর্পণ করা হয়।
সভায় বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) মোঃ বিল্লাল হোসেন খান, উপসচিব মৌসুমী সরকার রাখী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির এবং কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি ও অর্থ উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।
মতবিনিময় সভায় একাডেমির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় আরও উপস্থিত ছিলেন প্রযোজনা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান, প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান, চারুকলা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) প্রদ্যোত কুমার দাস, প্রশিক্ষণ বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর (নাট্যকলা) ড. আইরিন পারভীন লোপা, সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের উপপরিচালক বেগম শামীমা আক্তার জাহান এবং প্রশাসন বিভাগের উপপরিচালক জি. এম. জাকির হোসেন প্রমুখ।
সভায় মহাপরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সারা দেশের সংস্কৃতি চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি মানে মানুষের মধ্যে নান্দনিকতা, অশান্তির বিরুদ্ধে শান্তি এবং বিভেদের বিরুদ্ধে সম্প্রীতি সৃষ্টি করা। একজন শিল্পী যখন তার শিল্পকর্ম পরিবেশন করেন, তা মানুষকে হৃদয়ের কাছাকাছি নিয়ে যায়। তাই শিল্পকলা একাডেমিকে কেবল চাকরি হিসেবে না দেখে, বরং মিশন ও ভিশনের সমন্বয়ে অপসংস্কৃতি থেকে মানুষকে দূরে রেখে সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার দায়িত্ব পালন করতে হবে।
বিআলো/তুরাগ