বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন সুমন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বিশেষ প্রতিনিধি ও কদমতলী থানা সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চৌধুরী।
শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার মতিঝিলের ৬৭ দিলকুশায় বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উদ্যোগে এক সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সরকার অনুমোদিত এই ব্যবসায়ী সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে সুমন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি কাউসার আলম সরকার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. রফিকুল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুল জলিল পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক সাইফুল আলম ফিরোজ। সমন্বয় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক তানজীর আহমেদ তুহিন, ঢাকার সাবেক এডিশনাল এসপি আমিরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শিল্পপতিদের এই সমন্বয় সভায় প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। সভায় আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মিলন মেলা ও পরিবার দিবস সফল করার লক্ষ্যে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফারুক।
আলোচনা শেষে নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিআলো/এফএইচএস



