বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: ৫ ঘণ্টা আগেই স্টেডিয়ামে দর্শকের ঢল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে জাতীয় স্টেডিয়ামে বিরাট উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর দুইটার দিকেই স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন দর্শকেরা। চার ঘণ্টা আগেই গেটের সামনে দীর্ঘ লাইন তৈরি হয়, যেখানে তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পল্টন, গুলিস্তানসহ আশপাশের এলাকা রঙিন সাজে সেজেছে। বায়তুল মোকাররম মসজিদের সামনে ‘ফুটবল আলট্রাস বাংলাদেশ’ ঢাকঢোল পিটিয়ে মিছিল করেছে- যা দেশের ফুটবল সংস্কৃতিতে অনেকটাই বিরল দৃশ্য।
স্টেডিয়াম এলাকায় হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলামসহ জাতীয় দলের প্রবাসী ফুটবলারদের ‘কাটআউট’-এর সামনে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকেরা। অনেকের হাতে ছোট জাতীয় পতাকা, কেউবা ‘হামজা ইউ লাভ ইউ’ লেখা প্ল্যাকার্ড হাতে গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছেন।
বাংলাদেশের ফুটবলে এমন উন্মাদনা বহুদিন পর দেখা গেল। আশির ও নব্বই দশকের ফুটবল জনপ্রিয়তা আর এক যুগান্তকারী উপলক্ষ হয়ে উঠেছে আজকের ম্যাচ। তবে এবার ভিন্নতা এ কারণে, যে ম্যাচটি ঘিরে মানুষের প্রত্যাশা- জয়ের সম্ভাবনা। বিশেষ করে প্রবাসী ফুটবলারদের মাঠে দেখা এবং বাফুফের করপোরেট উদ্যোগের কারণে আগ্রহ আরও বেড়েছে।
এবার স্টেডিয়ামের ধারণক্ষমতা ২১ হাজার হলেও, আগেই সব টিকিট বিক্রি হয়ে যাওয়ায় অনেকে বাইরে থেকেও সমর্থন জানাচ্ছেন। ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, করপোরেট প্রমোশন, এবং নিরাপত্তা ব্যবস্থাপনাও ছিল উন্নত।
এই ম্যাচ প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, প্রতিভাবান খেলোয়াড় এবং পেশাদার আয়োজন থাকলে বাংলাদেশের ফুটবলে আবারও জনসম্পৃক্ততা ফিরিয়ে আনা সম্ভব।
বিআলো/শিলি