বাংলাদেশ সীমান্তে পুরোনো বিমানঘাঁটি সক্রিয় করছে ভারত
আর্ন্তজাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে সামরিক প্রস্তুতি জোরদার করতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পরিত্যক্ত পাঁচটি বিমানঘাঁটি পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে ভারত।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার এসব বিমানঘাঁটি সচল করার পেছনে মূল লক্ষ্য শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করা। এই করিডর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থলপথ।
প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে লালমনিরহাট বিমানঘাঁটি পুনর্গঠনের খবর সামনে আসার পর ভারত এ বিষয়ে আরও সতর্ক হয়েছে। যদিও বাংলাদেশ সরকার জানিয়েছে, ওই ঘাঁটি শুধুমাত্র নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত হবে।
ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানায়, ঝুঁকি এড়াতে পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে নতুন সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছে। যেসব বিমানঘাঁটি সংস্কার করা হচ্ছে তার মধ্যে রয়েছে জলপাইগুড়ির আমবাড়ি ও পাঙ্গা, বালুরঘাট, ঝালঝালিয়া এবং আসামের ধুবড়ি। রানওয়েগুলোকে সব সময় কার্যক্রমের উপযোগী রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



