• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

     dailybangla 
    01st Jul 2025 6:19 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: “স্থলবন্দরের অগ্রগতি, অর্থনীতির সমৃদ্ধি”-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রধান কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

    সোমবার সকাল ১০টায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

    প্রধান অতিথির বক্তব্যে ড. সাখাওয়াত হোসেন বলেন, দেশের স্বার্থে বন্দর ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আমদানি-রপ্তানিতে বিরাজমান বাণিজ্য ঘাটতি দূর করতে কৌশলগত উদ্যোগ জরুরি। দেশের সীমান্তবর্তী অঞ্চলে স্থলবন্দরগুলো অবস্থিত হওয়ায় জাতীয় নিরাপত্তার বিষয়টিও এখানে গভীরভাবে জড়িত। তাই সব নীতিনির্ধারণে এ বিষয়টি মাথায় রাখতে হবে।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, স্থলবন্দরের আধুনিকায়ন ও সেবার মানোন্নয়নে প্রকল্প বাস্তবায়নে সময়ানুবর্তিতা অপরিহার্য। বেনাপোল ও ভোমরা বন্দরের অগ্রগতি অত্যন্ত প্রশংসনীয়। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় ও ঐক্য থাকলে উন্নয়ন ত্বরান্বিত হবে।

    সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা জরুরি। পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে এবং স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরও উন্মুক্ত ও কার্যকর করতে হবে।” তিনি আরও বলেন, “সমুদ্রবন্দরের মতো স্থলবন্দর থেকেও অধিক পণ্যের আমদানি-রপ্তানি অনুমোদন দেওয়ার বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিবেচনায় আনা প্রয়োজন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031