বাংলা গানের সৌন্দর্যে মোহিত এক সন্ধ্যা: ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত আয়োজন
স্টাফ রিপোর্টার: শিল্প, সুর ও আবেগের অপূর্ব মেলবন্ধনে রাজধানী ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো বহুমুখী প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামানের দ্বিতীয় একক সংগীত সন্ধ্যা।
দৈনিক বাংলাদেশ সমাচার সম্পাদক ও প্রকাশক, এবং দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি-এর প্রকাশক ড. খান আসাদুজ্জামান এই আয়োজনে পরিবেশন করেন মোট ২২টি গান—যার প্রতিটিই ছিল ভাবগম্ভীর, হৃদয়ছোঁয়া এবং নান্দনিক সুরে গাঁথা।
অনুষ্ঠানের শুরুতেই তিনি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “ও আমার দেশের মাটি”, যা শ্রোতা ও দর্শকদের মাঝে এক আবেগঘন পরিবেশ তৈরি করে।
গানের তালিকায় ছিল গৌরীপ্রসন্ন মজুমদার, দ্বিজেন্দ্রলাল রায়, হাসন রাজা, পুলক বন্দোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায় এবং

আরও একটি চমকপ্রদ পরিবেশনা ছিল প্রমা মীম-এর সঙ্গে যৌথভাবে পরিবেশিত তাঁরই লেখা ও সুর করা গান “ওগো বন্ধু প্রেমরাই”—যা উপস্থিত দর্শকদের হৃদয়ে দাগ কাটে।
প্রতিটি গানের পরই মিলনায়তন মুখর হয়ে ওঠে করতালিতে। সুর ও শব্দে উঠে আসে দেশপ্রেম, মমতা, আত্মত্যাগ ও প্রেমের গল্প। ড. খান আসাদুজ্জামান তাঁর কণ্ঠ ও হৃদয়ের গভীরতা দিয়ে শ্রোতাদের উপহার দেন এক অনন্য সংগীত অভিজ্ঞতা।
সংগীত সন্ধ্যার শেষে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
বিআলো/তুরাগ