বাইতুল ফালাহ্ জামে মসজিদে মিলনমেলা বিশ্ববরেণ্য ক্বারীদের
রায়েরবাগে বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ১ম আন্তর্জাতিক ক্বিরাত ও কুরআন সম্মেলন ২০২৫
মো. আশিকুর রহমান: রাজধানীর রায়েরবাগস্থ বাইতুল ফালাহ্ জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “১ম আন্তর্জাতিক ক্বিরাত ও কুরআন সম্মেলন–২০২৫”। গত ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার ধর্মপ্রাণ মুসল্লি ও কুরআনপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলনটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মিশর রেডিও ও টেলিভিশনের প্রখ্যাত ক্বারী শায়খ আব্দুল লতিফ ওয়াহদান। এছাড়াও ক্বিরাত ও নাশিদ পরিবেশন করেন ইয়েমেনের বিশ্ববরেণ্য ক্বারী শায়খ বেলাল আলী আগবরী। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের সমন্বয়ের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও বিচারক ক্বারী শোয়াইব আল আজহারী।
বিশ্বখ্যাত ক্বারীদের সুললিত কুরআন তেলাওয়াত উপস্থিত শ্রোতা ও দর্শকদের গভীরভাবে বিমোহিত করে। সম্মেলন শেষে আমন্ত্রিত ক্বারীগণকে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আন্তর্জাতিক ক্বিরাত ও কুরআন সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সাদিকুর রহমান আজহারী। প্রধান মুফাসসির হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ ও বক্তা মাওলানা আবু হানিফ নেছারী। এ ছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও ইসলামিক আলোচকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারীদের জন্য আলাদাভাবে পর্দা সহকারে এবং প্রজেক্টরের মাধ্যমে সম্মেলন দেখা ও শোনার সুব্যবস্থা রাখা হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা। স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব সাংস্কৃতিক সংসদ (ইসাস)-এর সৌজন্যে বিজয়ীদের মাঝে ক্রেস্ট এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বাইতুল ফালাহ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব তাজুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব রুহুল আমিন তপাদার, সহ-সভাপতি জনাব জাকির হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ওমর ফারুক, জনাব মনেয়ার হোসেন সুলতানসহ মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ।
আয়োজক কমিটির সদস্যবৃন্দ জানান, আন্তর্জাতিক ক্বিরাত ও কুরআন সম্মেলনের এই সফল আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আগামী বছর এ সম্মেলন আরও ব্যাপক ও আন্তর্জাতিক মাত্রায় অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



