বাউফলে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৯ চালককে জেল ও জরিমানা
মো.তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে বাউফল থানার সামনে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রধান সড়কে চলাচলকারী অবৈধ ট্রলি, সিএনজি, মোটরসাইকেল (হোন্ডা) ও ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৯ জন চালককে মোট ২৭ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলু বলেন,
“বেপরোয়া যান চলাচলের কারণে সড়কে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক দাবির আন্দোলনের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। আইন অমান্য করে সড়কে পার্কিং করা চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে বাউফল থানা পুলিশ সহযোগিতা করে।
বিআলো/ইমরান



