বাউফলে ইউএনও বদলি: আমিনুল ইসলাম অন্যত্র, নতুন দায়িত্বে মো. সালেহ আহম্মেদ
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলা প্রশাসনের শীর্ষ পদে এসেছে পরিবর্তন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আজ বুধবার (২৬ নভেম্বর)–এর এক প্রজ্ঞাপনে বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মো. সালেহ আহম্মেদকে বাউফলের নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তিনি দ্রুতই দায়িত্ব গ্রহণ করবেন।
ইউএনও আমিনুল ইসলাম দায়িত্ব পালনকালে বাউফলে আইনশৃঙ্খলা রক্ষা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সরকারি সেবা সহজীকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে পরিচিতি পেয়েছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মতে, তাঁর নেতৃত্বে প্রশাসনের কার্যক্রম ছিল বেশ গতিশীল।
হঠাৎ এ বদলি আদেশকে ঘিরে স্থানীয় মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মনে করছেন, নতুন ইউএনও যোগ দিলে প্রশাসনিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে; আবার অনেকেই আশা করছেন, চলমান উন্নয়ন ও জনসেবা কার্যক্রম যেন ব্যাহত না হয়।
স্থানীয় সচেতন মহলের ধারণা, নতুন ইউএনও মো. সালেহ আহম্মেদ দায়িত্ব গ্রহণের পর বাউফলের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং সেবা তদারকি আরও শক্তিশালী হবে।
বিআলো/ইমরান



