বাউফলে ইসলামী আন্দোলনের নির্বাচনী শোডাউন
মোঃতরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল: পটুয়াখালীর বাউফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী নেতৃত্বে ব্যাপক শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় বাউফল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে বাউফল উপজেলার ১৫টি ইউনিয়নে গণসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলার হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলার ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি ও একাধিকবার হাতপাখা প্রতীকে প্রার্থী হওয়া মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ মিজানুর রহমানসহ ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলন ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম। তিনি বলেন, “আমি গত জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলাম। এবার দল মুফতি আব্দুল মালেক আনোয়ারী কে মনোনয়ন দিয়েছে- আমি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আগের মতোই আমি এবারও হাতপাখার প্রার্থীর বিজয়ের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।”
হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী বলেন“আমার শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা নজরুল ইসলামসহ ইসলামী আন্দোলনের সকল বর্তমান ও সাবেক নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা বাউফল উপজেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারমুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। ইনশাআল্লাহ হাতপাখার বিজয় নিশ্চিত করেই আমরা শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করব।”
কর্মসূচি শেষে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশ নেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
বিআলো/শিলি



