বাউফলে এনসিপি নেতা শাহিনের তোরণে অগ্নিসংযোগ: দুর্বৃত্তদের কর্মকাণ্ডে এলাকায় উত্তেজনা
মো. তারিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিনের নামে নির্মিত একটি তোরণে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা–বাউফল সড়কের বাউফল পৌরসভার প্রবেশমুখে স্থাপিত তোরণটিতে এ ঘটনাটি ঘটে। এতে তোরণের একটি অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহ হাবিব বলেন, রাতে ১০টার দিকে তোরণটি ভালো অবস্থায় দেখেছি। সকালে এসে দেখি পোড়া গন্ধ। পরে শুনি তোরণে আগুন দেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে পোস্টার বা তোরণ পোড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আমার ধারণা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। কারা করেছে তা এখনো নিশ্চিত নই। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেব। আশা করি দোষীরা চিহ্নিত হবে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় বলে জানিয়েছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। তিনি বলেন, রাতে বিলবিলাশ বাজার এলাকায় টহলে ছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আগুন নেভাই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে; প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, নির্বাচনী প্রক্রিয়া সামনে রেখে এই অগ্নিসংযোগ এলাকায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হতে পারে। পুলিশি তদন্তের ওপরই এখন নির্ভর করছে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় উদঘাটন।
বিআলো/ইমরান



