• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে জমি দখল নিয়ে উত্তেজনা, ন্যায়বিচারের দাবিতে সমবায় সমিতির মানববন্ধন 

     dailybangla 
    26th Oct 2025 4:54 pm  |  অনলাইন সংস্করণ

    মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: পটুয়াখালীর বাউফল উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে ঘিরে ৯নং নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড (রেজি নং–৩২১ পিডি) রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাউফল প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার তার লোকজন নিয়ে সমবায়ের মালিকানাধীন জমি দখল করেছেন। এতে করে সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে সেখানে চাষাবাদ করতে পারছেন না।

    সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম বলেন,“তসলিম তালুকদার ও তার অনুসারীরা আমাদের জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন। আমরা চাষ করতে গেলে বাধা দেয় এবং হামলার চেষ্টা করে। অথচ সুপ্রিম কোর্টের রায় আমাদের পক্ষে রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, রুহুল আমিন নামের এক ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে ওই জমি চাষাবাদ করছেন। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি। স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন,“সুপ্রিম কোর্টের রায়ের পর ওই জমির আগের বন্দোবস্ত বাতিল হয়ে গেছে। এখন প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই। তারপরও একটি চক্র ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।”তিনি আরও অভিযোগ করেন, গতকাল (২৫ অক্টোবর) কেশবপুরে তাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করা হয়।

    যেখানে আমাদের লোকজনের একাধিক টাচ মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে, এবং প্রায় ২০ থেকে২৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা তসলিম তালুকদার বলেন,“সব অভিযোগই মিথ্যা, ভুয়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য প্রতিপক্ষ মহল এ ধরনের নাটক সাজিয়েছে। আমি ঢাকায় অবস্থান করছি, কোনো জমি দখল বা বেআইনি কাজে জড়িত নই।”তিনি আরওবলেন, “আমার নামে কেউ বেআইনি কাজ করলে তার দায়ভার তাকেই নিতে হবে। প্রশাসন চাইলে বিষয়টি তদন্ত করে দেখতে পারে।” এদিকে, অভিযুক্ত আরেক ব্যক্তি রুহুল রাড়ী বলেন, “আমি কেশবপুর বা নাজিরপুরের কোনো জমি সংক্রান্ত বিষয়ে কখনও যাইনি। আমি যদি সত্যিই কোনো সরকারি কর্মকর্তা বা ইউএনওর স্বাক্ষর জাল করতাম, প্রশাসন এতদিনে ব্যবস্থা নিত।” এ বিষয়ে বাউফল উপজেলা প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031