বাউফলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উদ্বোধন
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল: পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, খামারি ও কৃষকের উপস্থিতিতে পরিবেশ মুখর হয়ে ওঠে।
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্রদর্শনীতে শতাধিক খামারি অংশগ্রহণ করেন। তারা দেশীয় জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্যসহ আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি তুলে ধরেন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল একটি ছাগলের পাঁচটি বাচ্চা এবং একটি দেশি গরুর একসাথে দুইটি বাছুর প্রসব।
প্রদর্শনীর প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন, “দেশীয় জাতের পশুপালনে খামারিদের সচেতন হওয়া প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুষম খাদ্য ও ওষুধ দিলে উৎপাদন বাড়বে এবং লাভও হবে। বাউফল উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সবসময় খামারিদের পাশে আছে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু রায়হান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং দেশীয় জাত সংরক্ষণ একসাথে হলে প্রাণিসম্পদ খাত আরও এগিয়ে যাবে। খামারিদের প্রশিক্ষণ, সহায়তা ও প্রযুক্তিসেবা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে।
দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। আয়োজনের সহযোগিতা করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
স্থানীয় খামারি ও কৃষকের মতে, এ ধরনের প্রদর্শনী তাদের অভিজ্ঞতা ও জ্ঞান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাউফলের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
বিআলো/ইমরান



