বাউফলে জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান: উৎসবমুখর পরিবেশে হাজারো দর্শকের ঢল
মো. তারিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত হলো ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। বাউফল উন্নয়ন ফোরামের আয়োজনে বাউফলের ঐতিহ্যবাহী পাবলিক মাঠে বাউফল উপজেলা একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাউফল ফাউন্ডেশন ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর জিএস এস এম ফরহাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাউফল ফাউন্ডেশনের সদস্যসচিব এডভোকেট আবুল কাসেম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা বাউফলকে স্থানীয় সীমার মধ্যে আটকে রাখতে চাই না; বাউফলের ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরাই আমাদের লক্ষ্য। যুবসমাজকে মাঠে ফিরিয়ে এনে মাদকমুক্ত একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। ইসলামের মধ্যেও রয়েছে সুন্দর ও সুস্থ সংস্কৃতির ধারা—যেমন সাইমুম, ঝংকার, আলহেরা ও কলতান সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যক্রম। এগুলোই সুস্থ বিনোদনের প্রতিফলন। তিনি আরও বলেন, আপনারা সহযোগিতা করলে, ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় এলে বাউফলে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ করা হবে—ইনশাল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ফুটবল অধিনায়ক কায়সার হামিদ বলেন, বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তা যেমন তুঙ্গে, ঠিক তেমনি বাউফলেও ফুটবল অত্যন্ত জনপ্রিয়। আজকের এই জনসমাগম তার প্রমাণ। সামনে জাতীয় নির্বাচন—আপনারা আপনার মূল্যবান ভোট সঠিক ব্যক্তিকে দেবেন।
প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক খালিদুর রহমান বলেন, জুলাই শহীদদের স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছরই এই আয়োজন করা হবে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত রাখা, মাদক থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়া–সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধ করাই আমাদের উদ্দেশ্য।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সবাই উপভোগ করেন প্রীতি ম্যাচ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফুটবল প্রীতি ম্যাচটি এক–শূন্য গোলে শেষ হয়। বাউফল উপজেলা একাদশ ম্যাচে জয় লাভ করে।
বিআলো/ইমরান



