বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যানার অপসারণ, জনসমাবেশ স্থগিত
মোঃ তারিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে ফ্রি মেডিকেল ক্যাম্প চলাকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে নিজ হাতে ব্যানার–ফেস্টুন অপসারণ করেছেন জামায়াতমনোনীত এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার (১২ ডিসেম্বর) কালিশুরী ইউনিয়নের এসএ ইনস্টিটিউশন স্কুল মাঠে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ক্যাম্পে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু, মেডিসিন, ডায়াবেটিসসহ নানা রোগে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন। রোগীদের মধ্যে ফ্রি ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।
বিকেলে একই স্থানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জারি করা নিষেধাজ্ঞা সম্মান জানিয়ে সমাবেশ স্থগিত ঘোষণা করেন ড. মাসুদ। তিনি বলেন, “তফসিল ঘোষণার পর সব ধরনের ব্যানার–পোস্টার নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মানতেই আমি তাৎক্ষণিকভাবে ব্যানার ছিঁড়ে ফেলেছি।”
এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সব প্রচারসামগ্রী অপসারণ বাধ্যতামূলক। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিআলো/ইমরান



