বাউফলে বিএনপি নেতা মিজানুর রহমান লিটুর নেতৃত্বে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রচারণা
মো.তারিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন বাউফলের স্থানীয় বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ.কে.এম. মিজানুর রহমান লিটু।
গতকাল রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার বগা বন্দরে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত এই কর্মসূচির লক্ষ্য—দেশে গণতন্ত্র, জবাবদিহিতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে তৃণমূলে পৌঁছে দেওয়া।
লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা
এ সময় বাউফল উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তারা, সদস্য সচিব মো. সোহেল আকন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা স্থানীয় দোকানপাট, হাটবাজার ও সাধারণ মানুষের মাঝে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।
‘জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ এ.কে.এম. মিজানুর রহমান লিটু বলেন, “বিএনপি সব সময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে কাজ করে যাচ্ছে। ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ কর্মসূচির মাধ্যমে আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছি।” তিনি বলেন, দেশের কৃষি, শিক্ষা, প্রশাসন ও অর্থনৈতিক খাতে কাঠামোগত সংস্কার এনে বিএনপি একটি টেকসই ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়েছে।
নির্বাচনে ঐক্যের আহ্বান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “বাউফল আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। তবে প্রার্থী যেই হোন, আমাদের লক্ষ্য একটাই দলের বিজয় নিশ্চিত করা। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
৩১ দফায় উন্নয়নের অঙ্গীকার
বিএনপির ঘোষিত লিফলেটে দুর্নীতি ও বৈষম্য রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, মাদক নির্মূল, নদীভাঙন প্রতিরোধ, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কর্মসূচি ঘিরে বগা বন্দরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। লিফলেট গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণও ছিল লক্ষণীয়।
বিআলো/ইমরান



