• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাউফলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি 

     dailybangla 
    31st Dec 2025 12:39 pm  |  অনলাইন সংস্করণ

    মোঃ তরিকুল ইসলাম মোস্তফা, বাউফল (পটুয়াখালী) : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে পটুয়াখালীর বাউফল উপজেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    তাঁর রুহের মাগফিরাত কামনায় আজ বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ে এক কোরআনখানির আয়োজন করা হয়। কোরআনখানিতে ৩০ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন। বাউফল উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা কোরআন খতমে অংশ নেন।

    অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা বাউফল উপজেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোফাজ্জল হক শরীফ বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন কিংবা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না- তিনি ছিলেন এ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জাতির জন্য নিরলসভাবে কাজ করে গেছেন।

    তিনি আরও বলেন, তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার আদর্শ, সংগ্রাম ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য চিরদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

    কোরআনখানিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা), সূর্যমনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিন্টু, বাউফল উপজেলা যুবদলের সাবেক সদস্য ফারুক হোসেন মেম্বার, সূর্যমনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিকদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মাই টিভির বাউফল প্রতিনিধি ওহিদুজ্জামান ডিউক, এশিয়ান টিভির আলামিন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়ার বাউফল প্রতিনিধি ইয়াকুব আলী রুবেল, দৈনিক বাংলাদেশের আলো বাউফল প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা) এবং সরজমিন বার্তা বাউফল প্রতিনিধি সোহেল গাজী।

    কোরআন তেলাওয়াত শেষে বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদের খতিব হাফেজ সাইফুল ইসলাম। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

    উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের আবহ সৃষ্টি হয়। এ উপলক্ষে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করে। দেশের অন্যান্য এলাকার মতো বাউফলেও দোয়া মাহফিল, স্মরণসভা ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031