বাউফলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর বাউফলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার মদনপুরা ইউনিয়নের জাকির হোসেন মৃধার খামারবাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা বিএনপির কমিটির সদস্য জাকির হোসেন মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নজরুল হক, মো. ফজলুল হক, সজিব আহমেদ জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আইয়ুব হোসাইন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



