বাউফলে মনোনয়ন বাতিলের মিথ্যা সংবাদ: খেলাফত মজলিসের প্রতিবাদ
মোঃ তরিকুল ইসলাম (মোস্তফা), বাউফল (পটুয়াখালী): পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটি।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাউফল পৌর শহরে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা অধ্যাপক আউইব বিন মুছা।
তিনি বলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, মাছরাঙ্গা টেলিভিশন এবং ‘বাউফল প্রতিদিন ডটকম’সহ কয়েকটি গণমাধ্যম ও অনলাইন পোর্টালে তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিলের অসত্য সংবাদ প্রচারিত হয়েছে। এসব সংবাদ উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হন।
মাওলানা আউইব বিন মুছা অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ অনুযায়ী মনোনয়ন গ্রহণ বা বাতিলের একমাত্র ক্ষমতা রিটার্নিং অফিসারের। কোনো গণমাধ্যম বা ব্যক্তি নিজ উদ্যোগে এমন তথ্য প্রচার করতে পারে না। এ ধরনের ভ্রান্ত সংবাদ তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, যা নির্বাচনী অপরাধ ও মানহানির শামিল।
তিনি আরও বলেন, দণ্ডবিধি, সাইবার নিরাপত্তা আইন এবং জাতীয় সম্প্রচার নীতিমালায় মিথ্যা সংবাদ প্রচার ও একপক্ষীয় বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ নিষিদ্ধ। অথচ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো তার বক্তব্য না নিয়ে সংবাদ প্রচার করেছে, যা সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন।
প্রার্থী দাবি করেন, এমন বিভ্রান্তিকর সংবাদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং বাউফল আসনের নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সিকদার, ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন, সদস্য মো. কালিমুল্লাহ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিআলো/শিলি



