বাউফলে মামলার তদন্তে অনিয়মের অভিযোগ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
মো. তরিকুল ইসলাম মোস্তফা,বাউফল (পটুয়াখালী): পটুয়াখালীর বাউফলে হত্যা চেষ্টা মামলার চারজন আসামির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বাউফল পৌর শহরের গুলশান রোড এলাকার একটি রেস্তোরাঁয় মামলার বাদী মোসাঃ পুস্পা বেগম এসব অভিযোগ তুলে ধরেন।
ঘটনার বিবরণ
পুস্পা বেগম জানান, ১৮ জুন ২০২৪ সকালে কনকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জমিতে বেড়া দিতে গেলে প্রতিবেশী জাহাঙ্গীর সিপাহি, ফিরোজ হাওলাদার, মাহাবুব সিপাহি, আলমগীর সিপাহিসহ নয়জন সশস্ত্র অবস্থায় হামলা চালায়। এতে তাঁর স্বামী সেলিম সিপাহি গুরুতর আহত হন এবং পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার দিনই তিনি নয়জনকে আসামি করে বাউফল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
সংবাদ সম্মেলনে পুস্পা বেগম দাবি করেন, তদন্ত কর্মকর্তা এসআই মাসুদুর রহমান প্রথমে তাদের কাছ থেকে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে ১৬ হাজার টাকা নেন। পরে আসামিপক্ষের কাছ থেকেও ঘুষ গ্রহণ করে এজাহারের ১, ২, ৫ ও ৯ নম্বর আসামিসহ মোট চারজনকে চার্জশিট থেকে বাদ দেন।
তিনি বলেন, “প্রধান আসামিদের বাঁচাতে তদন্ত কর্মকর্তা অসদাচরণ করেছেন এবং অর্থের বিনিময়ে তাদের পক্ষ নিয়েছেন।”
তদন্ত কর্মকর্তার বক্তব্য
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে এসআই মাসুদুর রহমান বলেন, তিনি সম্পূর্ণ নিরপেক্ষ থেকে তদন্ত করেছেন। তদন্তে যা পাওয়া গেছে তার ভিত্তিতেই আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বাদীর করা অভিযোগকে তিনি “অসত্য ও ভিত্তিহীন” বলে মন্তব্য করেন।
ভুক্তভোগীদের দাবি
ভুক্তভোগী পরিবার মামলাটি পুনঃতদন্তের আওতায় এনে প্রকৃত দোষীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।
বিআলো/ইমরান



