বাউবি-ঢাবি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট: ঢাবি চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে গাজীপুরের বাউবি ক্যাম্পাস মাঠে।
সোমবার (৬ জুলাই) সকাল ৯টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। বাউবি শিক্ষকদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উৎসবমুখর পরিবেশে অংশ নেন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয় এবং বাউবি রানার্সআপ হয়। খেলা শেষে এক অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “এ আয়োজন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে।”
স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ঢাবির অধ্যাপক ড. মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম।
অনুষ্ঠানে ঢাবি, বাউবি, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউওডিএ এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-উপাচার্যবৃন্দ, দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধুত্ব ও সাংগঠনিক সংস্কৃতি বিকাশে এ টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিআলো/তুরাগ