বাকেরগঞ্জে বিধবা নারীর বসতি উচ্ছেদের অভিযোগে উত্তেজনা
বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় এক বিধবা নারীর বসতি ও দোকানপাট উচ্ছেদ করে জমি দখলের অভিযোগ উঠেছে। সোমবার বিকেল ৩টার দিকে গ্রীন লাইফ ডায়াগনস্টিকের পাশে মৃত আব্দুর রহমানের ক্রয়কৃত বসতবাড়ির জমিতে জোরপূর্বক তারকাঁটা দিয়ে বাউন্ডারি নির্মাণ করেন স্থানীয় সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ ও তার সহযোগীরা—এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মৃত আবদুর রহমানের স্ত্রী খাদিজা বেগম বলেন, “আমার স্বামীর সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান (নং ৪৪/২০২৫)। সোমবার মামলার তারিখে আমি বরিশালে ছিলাম। হঠাৎ খবর পাই ম্যাজিস্ট্রেট-পুলিশ নিয়ে আমার বসতি ও দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র ভেঙে লুট নিয়ে গেছে। আমি ছেলে-মেয়ে নিয়ে এখন পথে।” তিনি অভিযোগ করেন, বিনা নোটিশে অবৈধ প্রভাব খাটিয়ে তার জমি দখল করা হয়েছে।
অন্যদিকে, সাবেক কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন তিনি নিয়মিত প্রক্রিয়ায় জমিটি ক্রয় করেছেন এবং সেখানে খাবার হোটেল পরিচালনা করছিলেন।
তিনি দাবি করেন, “আমার জমি ও মৃত আবদুর রহমানের জমি আলাদা দাগে। চলতি বছরের ৫ আগস্ট একটি মহল আমার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেয়। পরে আদালতের মাধ্যমে জমি বুঝে পেতে ৪৪/২০২৫ নম্বর আবেদনের প্রেক্ষিতে ৮ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি) আমাকে দখল বুঝিয়ে দেন। বিরোধীয় ১৫ শতাংশ জমির মধ্যে আমার অংশ সাড়ে চার শতাংশ।”
মৃত আবদুর রহমানের ছেলে জানান, পৈতৃক সম্পত্তি রক্ষায় তারা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
রঙ্গশ্রী ভূমি সহকারী কর্মকর্তা এনামুল হক বলেন, “সহকারী কমিশনার (ভূমি) স্যার নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। এর বাইরে আমি কিছু জানি না।”
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার কেএম সোহেল রানা জানান, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বসতি উচ্ছেদ ও জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিআলো/তুরাগ



