বাগেরহাটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন
বাগেরহাট প্রতিনিধি : গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাট জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মাঠে আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোহম্মদ হাছান চৌধরী (বিপিএম), ইমাম সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিনুর রহমান। সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ বি এম গোলাম সরওয়ার।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবু আনছার, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যাক্ষ মো. আবুল কালাম শেখ, ইমাম ও খতিব বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ রুহুল আমিন খান, সরুই কওমী মাদ্রাসার মুহতামিম মো. আশেকুর রহমান।
বিআলো/আমিনা



