বাগেরহাটে জাতীয় ইঁদুর দমন অভিযান-২০২৪ উদ্বোধন
dailybangla
17th Oct 2024 11:55 pm | অনলাইন সংস্করণ
মাসুম হাওলাদার, বাগেরহাট: বাগেরহাটে জাতীয় ইদুর দমন অভিযান ২০২৪ এর উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ শাখা) তারেক রহমান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, অতি. উপপরিচালক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের কৃষকরা অংশগ্রহণ করেন। এসময় সফল ইঁদুর নিধনকারী হিসেবে একজনকে পুরস্কৃত করা হয়।
বিআলো/তুরাগ