বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি: ৮ নভেম্বর, ২০২৫ – বাগেরহাটের তরুণ-তরুণীদের আধুনিক কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশনের নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন। গতকাল বিকেলে শহরের আদালতসংলগ্ন খারদ্বার এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফরিদুল ইসলাম, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি তার বক্তব্যে বলেন, “এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মূল লক্ষ্য হলো বাগেরহাটসহ আশেপাশের এলাকার তরুণ-তরুণীদের আধুনিক কারিগরি শিক্ষা প্রদান করা, যাতে তারা দক্ষ হয়ে ওঠে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট অব কাস্টমস শেখ আসাদুজ্জামান পান্না। অনুষ্ঠানে বিএনপি নেতা বেগ শামীম, ফাউন্ডেশনের স্বপ্ন নীড় এতিম ও বৃদ্ধনিবাসের সভাপতি সাবেক সেনা কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান, প্রকল্প কর্মকর্তা শেখ ওয়ালিউল্লাহ এবং শিক্ষক নেতা মিফতা উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ড. ফরিদুল ইসলাম বাবলু তার বক্তব্যে ফাউন্ডেশনের গৌরবময় অতীত এবং ভবিষ্যৎ কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই নতুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন বাগেরহাটের তরুণদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা করবে।
এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়, যা পরিচালনা করেন ইমাম মাওলানা নুরুল হাসান খাদ্দার মসজিদ, বাগেরহাট।
এ উদ্যোগের মাধ্যমে বাগেরহাটের তরুণদের জন্য একটি সুযোগ সৃষ্টি হবে, যা তাদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
বিআলো/ইমরান



