বাগেরহাট ফিল্ম সোসাইটির ২৩ বছর পূর্তিতে মিলনমেলা ও চলচ্চিত্র উৎসব
মাসুম হাওলাদার, বাগেরহাট: বাগেরহাট ফিল্ম সোসাইটি তাদের প্রতিষ্ঠার ২৩ বছর পূর্তি উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। শনিবার (৩০ আগস্ট) সকালে শহরের এ.সি. লাহা টাউন হলে দিনব্যাপী এ আয়োজনে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র ও আলোকচিত্র কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী এবং নিয়মিত পাঠচক্রের চলচ্চিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ বনি। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইমরান কবির রোমেল।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জোৎস্না দেবনাথ, আলী মোজেজ আহমেদ, প্রবীণ শিক্ষক মুখার্জি রবীন্দ্রনাথ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, মুজিবুর রহমান, স্কাউট সম্পাদক শাকির হোসেনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
২০০২ সালের ৩০ আগস্ট “সুস্থ চলচ্চিত্র, সুস্থ সমাজ” স্লোগানকে সামনে রেখে পথচলা শুরু করে বাগেরহাট ফিল্ম সোসাইটি। ২৩ বছরের এই দীর্ঘ যাত্রায় সংগঠনটি সংস্কৃতি চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে রেখেছে অনন্য ভূমিকা।
উৎসবের অংশ হিসেবে সাংস্কৃতিক মিলনমেলায় ছিল আড্ডা, কেককাটা এবং দুপুর ১২টায় বহুল আলোচিত ও প্রশংসিত চলচ্চিত্র প্রদর্শনী।
বিআলো/তুরাগ