বাগেরহাট মোংলায় ১০.৫ কেজি হরিণের মাংসসহ কুখ্যাত হরিণ শিকারী আটক
হরিণ শিকারী আটক, জব্দ ১০.৫ কেজি হরিণের মাংস
নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড একটি বিশেষ অভিযানে সাড়ে ১০ কেজি হরিণের মাংস ও ৮টি পা সহ কুখ্যাত এক হরিণ শিকারীকে আটক করেছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ আগস্ট ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া বাগেরহাটের মোংলা থানাধীন সাইলো সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা থেকে এই হরিণ শিকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির সঙ্গে জব্দকৃত হরিণের মাংস ও পা চাঁদপাই ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/তুরাগ