• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাজারে এলো নাথিং ইয়ার ৩ ইয়ারবাড 

     dailybangla 
    24th Sep 2025 4:39 pm  |  অনলাইন সংস্করণ

    প্রযুক্তি ডেস্ক: বাজারে এসেছে নাথিংয়ের নতুন ইয়ারবাড ইয়ার ৩। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন, যেটিতে কল, সাউন্ড কোয়ালিটি ও কানেক্টিভিটির উন্নত সব ফিচার যুক্ত করা হয়েছে।

    ইয়ার ৩–এ রয়েছে চার্জিং কেসের ভেতর বিশেষ সুপার মাইক, যা স্পষ্ট কলের জন্য সর্বোচ্চ ৯৫ ডিবি পর্যন্ত শব্দ কমাতে পারে। তাৎক্ষণিক ব্যবহারের জন্য কেসে রয়েছে বিশেষ টক বোতাম।

    ফিচারসমূহ:

    ভয়েস নোট: ওএস চালিত ফোন ব্যবহারকারীরা সহজেই ভয়েস নোট রেকর্ড করতে পারবেন, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপ্ট হবে।মাইক্রোফোন সেটআপ: প্রতিটি ইয়ারবাডে ৩টি মাইক্রোফোন ও বোন-কন্ডাকশন ভয়েস পিকআপ ইউনিট আছে, যা এআই-ভিত্তিক নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে বাতাসের শব্দ প্রায় ২৫ ডিবি পর্যন্ত কমায়।

    অ্যাডাপটিভ এএনসি: রিয়েল-টাইম অ্যাডাপটিভ এএনসি সর্বোচ্চ ৪৫ ডিবি শব্দ ব্লক করতে পারে। প্রতি ৬০০ মিলিসেকেন্ডে পরিবেশ বুঝে সেটিংস মানিয়ে নেয় এবং প্রতি ১,৮৭৫ মিলিসেকেন্ডে ইয়ারবাডের ফিট পরীক্ষা করে।

    অডিও পারফরম্যান্স: নতুন ১২ মিমি ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। এতে বেস ৪-৬ ডিবি ও ট্রেবল ৪ ডিবি বাড়ানো হয়েছে। ফলে সাউন্ডস্টেজ হয়েছে প্রশস্ত, মিড রেঞ্জ সমৃদ্ধ ও হাই টোন আরও পরিষ্কার।

    কানেক্টিভিটি: ব্লুটুথ ৫.৪ সাপোর্ট করে এবং এলডিএসি কোডেক সমর্থিত। ফলে হাই-রেজ অডিও শোনা সম্ভব। লেটেন্সি ১২০ এমএস–এর কম, তাই গেম খেলা বা ভিডিও দেখার সময়ও দেরি হয় না। অ্যান্ড্রয়েডে ফাস্ট পেয়ার, উইন্ডোজে সুইফট পেয়ার ও আইওএসেও সহজে কানেক্ট করা যাবে।

    ব্যাটারি: প্রতিটি ইয়ারবাডে ৫৫ এমএএইচ ব্যাটারি, যা সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। চার্জিং কেসসহ মোট ৩৮ ঘণ্টা প্লেব্যাক পাওয়া যাবে। মাত্র ১০ মিনিট চার্জে ব্যবহার করা যাবে ১০ ঘণ্টা। কেসে ওয়্যারলেস চার্জিং সুবিধাও আছে।

    ডিজাইন: স্বচ্ছ ডিজাইন, সঙ্গে ধাতব অ্যাকসেন্ট। ভেতরে ০.৩৫ মিমি এমআইএম অ্যান্টেনা ব্যবহৃত হয়েছে, যা কানেকশন আরও শক্তিশালী করে। চার্জিং কেস তৈরি হয়েছে ১০০% রিসাইকেলড অ্যালুমিনিয়াম দিয়ে।

    দাম ও প্রাপ্যতা:

    যুক্তরাজ্য: ১৭৯ পাউন্ড (প্রায় ২৯,৪৩৭ টাকা)

    ইউরোপ: ১৭৯ ইউরো (প্রায় ২৫,৬৯৭ টাকা)

    যুক্তরাষ্ট্র: ১৭৯ ডলার (প্রায় ২১,৭৯১ টাকা)

    নাথিং ইয়ার ৩ কালো ও সাদা—দুটি রঙে বাজারে পাওয়া যাবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930