• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ২৬ এবং এ৩৬ ফাইভজি 

     dailybangla 
    29th May 2025 7:05 pm  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: অত্যাধুনিক এআই ফিচার সমৃদ্ধ ফোন সকলের হাতের নাগালে নিয়ে আসতে সম্প্রতি দেশের বাজারে গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইস – গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি – লঞ্চ করেছে স্যামসাং।

    গ্যালাক্সি এ সিরিজ উন্মোচনের ফলে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন আরও সহজলভ্য। এই ডিভাইসগুলোতে ‘সার্কেল টু সার্চ’-এর মতো অনন্য ফিচার রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্ক্রিনে সার্কেলিং করেই যেকোনো কিছু তাৎক্ষণিকভাবে সার্চ (অনুসন্ধান) করতে পারবেন। এই সিরিজের আরেকটি দুর্দান্ত ফিচার হলো গুগল জেমিনি, যা আপনাকে দিবে স্মার্ট পরামর্শ এবং সৃজনশীলতা বাড়াবে এমন প্রোডাক্টিভিটি টুলস। অন্যান্য এআই ফিচার যেমন – ক্রিয়েট ফিল্টার এবং অবজেক্ট ইরেজার, তথ্য এবং ছবির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।

    স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের পণ্য ও বিপণন কৌশল প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “এআই এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা আমাদের গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইসগুলোর (এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি) মাধ্যমে এআই ফিচারকে সবার জন্য আরও সহজলভ্য করতে চাই। এই ডিভাইসগুলো স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যার ফলে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে এআই-প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”

    গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, পাওয়ার-সাশ্রয়ী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি; ফলে খুব সহজেই দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা যাবে। এই ডিভাইসগুলোতে আরও রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে আছে এক্সিনোস ১৫৮০ প্রসেসর; আর গ্যালাক্সি এ৩৬ ফাইভজিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন৩। গ্যালাক্সি এ২৬ ফাইভজি ফোনে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং গ্যালাক্সি এ৩৬ ফাইভজি ফোনে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। এই ডিভাইসগুলোতে স্যামসাং নক্স ভল্টও রয়েছে, যা ইএএল৫+ দ্বারা সার্টিফাইড। ব্যবহারকারীদের সবসময় আপডেটেড রাখতে এ সিরিজের এই ডিভাইসগুলোতে পাওয়া যাবে ৬ বছরের ওএস আপগ্রেড সুবিধা।

    গ্যালাক্সি এ২৬ ফাইভজি (৮/১২৮ ভ্যারিয়েন্ট) কালো ও মিন্ট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে। আকর্ষণীয় লঞ্চ অফারে এই ফোনের মূল্য ৩৪,৯৯৯ টাকা। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৬ ফাইভজি দ’টি ভ্যারিয়েন্ট এবং ল্যাভেন্ডার, লাইম ও কালো এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ৩৬ ফাইভজি’র (৮/১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকা এবং (৮/২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৪৪,৯৯৯ টাকায় লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যের এআই ফোন এখন আরও স্বপ্ন নয়, এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে এমন ডিভাইস। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ডিভাইসগুলোর অফিসিয়াল ভার্সন ন্যায়সঙ্গত মূল্যে পাওয়া যাচ্ছে। এছাড়া, আসন্ন ঈদ উপলক্ষে গ্রাহকরা এই ফোনগুলো ক্রয় করার সময় বিশেষ ঈদ অফার সহ ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930