বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন
নিজস্ব প্রতিবেদক: দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। একই সঙ্গে দ্বিতীয়বারের মতো বাজুসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডায়মন্ড অ্যান্ড ডিভাসের কর্ণধার এনামুল হক খান দোলন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাজুস কার্যালয়ে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মত সিদ্ধান্তে সায়েম সোবহান আনভীরকে বাজুসের প্রধান উপদেষ্টা এবং সংগঠনের সকল সাবেক সভাপতিবৃন্দকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এ সময় সভায় বক্তব্য দেন বাজুসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রনজিত ঘোষ, ভাইস-প্রেসিডেন্ট ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, আজাদ আহমেদ ও অভি রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



