বাধা–ভয় উপেক্ষা করে মানবপ্রাচীর গড়ে ভোটের আহ্বান পথসভায় ওয়াদুদ ভূইয়া
আবদুল হাই খোকন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়ার সমর্থনে প্রথম নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত এই পথসভা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে এ পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণিল র্যালি বের করা হয়। শত শত মারমা নারী-পুরুষের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেন, “মারামারি ও কাটাকাটির রাজনীতি আর নয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের সব বাধা ও বন্দুকের নল উপেক্ষা করে মানবপ্রাচীর গড়ে ভোটকেন্দ্রে যাবেন। ভোটের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “খাগড়াছড়ি হবে সম্প্রীতির খাগড়াছড়ি। পাহাড়ি-বাঙালিসহ সকল জাতি-গোষ্ঠীকে নিয়ে আমরা শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাব।”
পথসভা শুরুর আগেই মারমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা হাতে ধানের শীষ নিয়ে নির্বাচনী গানের তালে তালে নৃত্যে অংশ নেন, যা পুরো অনুষ্ঠানে উৎসবের আবহ সৃষ্টি করে।
এ সময় জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া জিনাত বিথীসহ জেলা বিএনপি ও মারমা সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/ইমরান



