বানিয়াচংয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ আটক ১
dailybangla
26th Jan 2026 8:49 pm | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ২টা সময়ে বানিয়াচং থানার ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওই গ্রামের বাসিন্দা ইকবাল মিয়া (৩২), পিতা মৃত আবদুল মতিন, নিজ বসতঘর থেকে আটক হন। এ সময় তার হেফাজত থেকে মোট তিনটি অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে দুটি অচল এবং একটি সচল অস্ত্র রয়েছে। পাশাপাশি প্রায় ১ হাজার ৪০০ রাউন্ড ইয়ার গুলি উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক ইকবাল মিয়াকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ বানিয়াচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিআলো/আমিনা



