• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বান্দরবানে এনসিপি ‘অবাঞ্ছিত’ ঘোষণা, সারজিসের বক্তব্য প্রত্যাহারের দাবি 

     dailybangla 
    21st Jul 2025 5:18 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতার ‘অপমানজনক’ মন্তব্যের প্রতিবাদে বান্দরবানে এনসিপিকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে একদল শিক্ষার্থী।
    রোববার দুপুরে বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে ‘বান্দরবান ছাত্রসমাজ’-এর ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে মূলত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

    সংগঠনের জেলা সভাপতি আসিফ ইকবাল বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ চলাকালে দলের নেতা সারজিস আলম বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে আখ্যা দেন। এটি শুধু দুঃখজনক নয়, চরম অবমাননাকর ও নিন্দনীয় মন্তব্য। এ ধরনের বক্তব্য পার্বত্য চট্টগ্রামের মানুষকে সরাসরি অপমান ও অবমূল্যায়ন করে।

    তিনি আরও বলেন, একজন জাতীয় নেতার মুখে এ ধরনের কটূক্তি পার্বত্য অঞ্চলের প্রতি রাষ্ট্রীয় বৈষম্যের নগ্ন বহিঃপ্রকাশ। বান্দরবান একটি শান্তিপূর্ণ, ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ জেলা। এ জেলাকে ‘শাস্তির জায়গা’ বলার মাধ্যমে আমাদের আত্মমর্যাদা ও স্বকীয়তা ক্ষুণ্ন করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বক্তব্য অবিলম্বে প্রত্যাহার ও জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। একইসঙ্গে পার্বত্য অঞ্চলের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহ-সভাপতি মাহির ইমতেছার, সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, ছাত্রনেতা খালিদ বিন নজরুল ও আমিনুল ইসলাম।

    উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পার্বত্য অঞ্চলের বাঙালি অধিকার, সাংবিধানিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষার দাবিতে সক্রিয় একটি ছাত্র সংগঠন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031