• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত 

     dailybangla 
    05th Jun 2025 1:15 am  |  অনলাইন সংস্করণ

    সুমন সরদার: বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার)।

    উক্ত কল্যাণ সভায় সভাপতি অফিসার ও ফোর্সদের নিকট হতে বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তব্য শুনেন এবং যথাযথ নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার থানা, তদন্ত কেন্দ্র, ফাড়ি, চেকপোস্ট ও ক্যাম্প সমূহের মাঝে অফিস ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, প্রাথমিক চিকিৎসার যন্ত্রপাতি এবং সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, চেকপোস্ট ও ক্যাম্পে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক সার্কেল, থানা, ট্র্যাফিক, রিজার্ভ অফিস ও কোর্টে কর্মরত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধিকল্পে বিভিন্ন আইন বিষয়ক বই বিতরণ করেন।

    পরিশেষে বান্দরবান পার্বত্য জেলার মে মাসে বিভিন্ন পর্যায়ে পুলিশি সেবা প্রদানকারী সফল পুলিশ সদস্য এবং সিভিল স্ট্যাফদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সে সাথে পুলিশ সুপার বলেন প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবা করার নির্দেশ দেন। তিনি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। পরিশেষে জনগণ যথাযথ পুলিশি সেবা পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আইন শৃঙ্খলার রক্ষার জন্য বান্দরবান জেলায় দর্শনার্থী পর্যটকদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে হবে।

    এছাড়াও পুলিশ সুপার আরো বলেন-আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সড়কপথে পরিবহনে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া না নেয়া সে বিষয়ে মোবাইল এবং টহল পাটি আরো জোরদার করার নির্দেশ প্রদান করেন। সর্বোপরি সমগ্র জেলায় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031