বাপ্পি খানের প্রথম ধারাবাহিক নাটক ‘টানাপোড়ন’ শীঘ্রই শুটিং শুরু
পারিবারিক টানাপোড়েন ও জীবনের গল্প
বিনোদন প্রতিবেদক: তরুণ নির্মাতা বাপ্পি খান দীর্ঘদিন নাটক ও সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত থাকলেও এবার প্রথমবারের মতো ধারাবাহিক নাটক নির্মাণ করতে যাচ্ছেন। ধারাবাহিকটির নাম ‘টানাপোড়ন’, গল্প লিখেছেন সোহাগ বিশ্বাস ও আজিজুল হক। শুটিং শুরু হবে আগামী ১০ অক্টোবর, যেখানে অংশ নেবেন দেশের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীরা।

নির্মাতা বাপ্পি খান বলেন, “ধারাবাহিকটি মূলত পারিবারিক টানাপোড়েনের গল্প। প্রতিটি পরিবারের জীবনে যেসব ভালো-মন্দ মুহূর্ত আসে—সেইসব অনুভূতি আমরা গল্পে তুলে ধরার চেষ্টা করেছি। গল্পে থাকবে প্রেম, ভালোবাসা, হাসি-কান্না; দর্শক নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে উপভোগ করতে পারবেন।”
শুটিং প্রধানত ঢাকায় হবে, তবে গল্পের প্রয়োজন অনুযায়ী কিছু দৃশ্য দেশের বাইরেও ধরা হবে। নির্মাতা আশা করছেন, ধারাবাহিকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং পরিবার-সমাজের পরিচিত পরিস্থিতিগুলো প্রাঞ্জলভাবে তুলে ধরবে।
এছাড়া, বাপ্পি খান একক নাটক নির্মাণেও ব্যস্ত। তার নির্মিত প্রথম সিনেমা ‘সোলমেট’ চলতি বছরের মধ্যেই মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা জানান, ধারাবাহিক ও সিনেমা দুটির কাজ একসঙ্গে এগোনোর জন্য তিনি উৎসাহী ও প্রস্তুত।
‘টানাপোড়ন’ শুধু একটি ধারাবাহিক নয়, এটি প্রেম, পারিবারিক বন্ধন ও মানবিক অনুভূতির গল্প, যা দর্শককে এক নতুন অভিজ্ঞতা দেবে।
বিআলো/তুরাগ