বাবুগঞ্জে সাব ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে ঘেরাও ও মানববন্ধন
ফাহিম আহমেদ: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর এলাকার ভোটাররা সাব-ভোটকেন্দ্র স্থাপনের দাবিতে আন্দোলনে নেমেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তারা বাবুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বক্তারা জানান, ১৩১ নম্বর দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব (সহায়ক) ভোটকেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি। নদীঘেরা দুর্গম এই চরাঞ্চলের ভোটারদের বর্তমানে নদী পার হয়ে অন্য প্রান্তে গিয়ে ভোট দিতে হয়, যা কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও সাধারণ মানুষ দীর্ঘ পথ অতিক্রম করতে না পেরে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় সমাজসেবক আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা বিপ্লব মিস্ত্রির সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মোঃ রাহাত বিশ্বাস, মোহাম্মদ নুরুল হক চৌকিদার, মোঃ রফিক সরদার, মোঃ রিয়াজ হাওলাদার, মোসাম্মৎ মারুফা আক্তার, মোসাম্মৎ সোনা বড় বেগম, মোহাম্মদ আলাউদ্দিন হাওলাদার, আব্দুর রহমান সিকদার, আব্দুল হাকিম ঘরামী, মুজাহার হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, শাজাহান সরদার, জাকির হোসেন মুন্সি প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে দক্ষিণ ভুতেরদিয়া নতুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সাব ভোটকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিআলো/তুরাগ