বাবা-মায়ের সঙ্গে পূজা উদযাপন করতে ঢাকায় তমালিকা কর্মকার
অভি মঈনুদ্দীন: দেশজুড়ে দুর্গাপূজা উদযাপন শেষ হলেও, এর আনন্দ যেন থামেনি অভিনেত্রী তমালিকা কর্মকার-এর হৃদয়ে। অর্ধযুগ ধরে নতুন কোনো নাটকে অভিনয় না করলেও নাট্যাঙ্গনের খোঁজখবর তিনি নিয়মিত রাখেন।
সুদূর আমেরিকার নিউ জার্সি থেকে হঠাৎই ঢাকায় এসে বাবা-মাকে চমকে দিয়েছেন তিনি। মূলত বাবার অসুস্থতার খবর শোনার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
তমালিকা বলেন— “আসলে দেশে আসার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু পূজার আগে বাবাকে ফোন করলে তিনি বললেন— আমি দেশে থাকলে আমাকে নিয়ে তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরতেন। কথাটা শুনে খুব খারাপ লাগলো। তখনই সিদ্ধান্ত নেই বাবা-মাকে সারপ্রাইজ দেবো। কাউকে না জানিয়ে হঠাৎ ঢাকায় চলে আসি। বাসায় গিয়ে বাবা-মা আমাকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ি।”

তিনি আরও বলেন— “মানুষ তো বাঁচেই ক’দিন। বাবা-মায়ের সান্নিধ্যে যতটুকু সময় কাটানো যায়, সেটাই সন্তানের জন্য আশীর্বাদ হয়ে থাকে। আমি সেই আশীর্বাদ নিতে এসেছি।”
প্রসঙ্গত, তমালিকা কর্মকার সর্বশেষ চয়নিকা চৌধুরীর নির্দেশনায় সজলের বিপরীতে ‘ব্ল্যাংক চেক’ (২০১৯) নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর তাকে নাটকে দেখা যায়নি। তবে দর্শকের মনে তিনি আজও অমলিন, বিশেষত সালমান শাহ’র সঙ্গে ‘এই ঘর এই সংসার’ সিনেমা ও ‘নয়ন’ নাটকের জন্য।
তিনি শিগগিরই আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তমালিকা কর্মকার নির্মাতা চয়নিকা চৌধুরীর বোন। তাদের বাবা সুনীল বরণ কর্মকার ও মা শিশির কণা কর্মকার।
বিআলো/শিলি