বাবা-মায়ের ৩৭ বছরের দাম্পত্যে আবেগঘন বার্তা নুসরাত ফারিয়ার
dailybangla
22nd Oct 2025 5:14 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে বাবা-মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন ভালোবাসা ও স্থিতির এক আবেগময় বার্তা।
ইনস্টাগ্রামে বাবা-মায়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, “আম্মু-আব্বু, তোমরা এমন ভালোবাসার উদাহরণ তৈরি করেছ, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসঙ্গে পথচলা আজও অনুপ্রেরণা।”

তিনি আরও লেখেন, “তোমরাই শিখিয়েছ ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ ও একে অপরের পাশে থাকা।”
ফারিয়ার এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্তরা মন্তব্যে তার বাবা-মায়ের দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
বিআলো/শিলি



