বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী সাঃ উপলক্ষে মাহফিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সিরাতুন্নবী সাঃ উপলক্ষে বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরীর আমীর মাওলানা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ড. ফয়জুল হক্ক (সিলেট), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, জেলা সেক্রেটারী মাওলানা মাহামুদুন্নব্বী, বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান অলিদ, মাওলানা কাওসার হামিদী খতিব কলেজ রো জামে মসজিদ।
থানা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে থানা সেক্রেটারী মাওলানা আব্দুস সালামের সঞ্চালনে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুল কাদের, শ্রমিক কল্যান ফেডারেশনের থানা সভাপতি হাফেয আলী হোসেন লাভলু, থানা যুব বিভাগের সভাপতি হাফেয আব্দুস সবুর খান, থানা ছাত্রশিবিরের সভাপতি মো. শাহাদাত হোসেন প্রমুখ।