বাবুগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাবুগঞ্জ থানা জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, আইনজীবী ফোরামের সভাপতি এবং বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান এবং সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজন শিকদার।
দোয়া শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তাঁর ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন স্মরণ করবে। তাঁরা দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় আলেমগণ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বিআলো/ইমরান



