বায়রার ভারপ্রাপ্ত সভাপতিসহ ৯ জনের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটি হতে ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি এবং যুগ্ম মহাসচিবসহ ৯ জন পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বায়রা কার্যনির্বাহী কমিটির সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তারা পদত্যাগ করেছেন।
পদত্যাগকৃতরা হলেন- বায়রার সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি নোমান চৌধুরী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্ম মহাসচিব-১ মো. ফখরুল ইসলাম, সাবেক অর্থ সচিব মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক রেহানা পারভিনসহ ৯ জন কার্যনির্বাহী কমিটি হতে পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা বায়রা নেতাদের অভিযোগ, বায়রার বর্তমান কমিটিতে ফ্যাসিবাদী আওয়ামীলীগের সংখ্যা বেশি। তাদের সাথে সিন্ডিকেট এর কারণে যুক্ত হয়েছে আরোও কিছু স্বৈরাচারীরের দোসর। এখনো টিকে থাকা ফ্যাসিবাদের আমলে গঠন করা ,বায়রার নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড দিয়ে যেনতেনভাবে নিবাচন করতে চায় সভাপতি, মহাসচিব ও ফ্যাসিবাদের দোসর বায়রার একজন নির্বাহী সদস্য।
এছাড়াও, বায়রার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৭ সেপ্টেম্বর। কমিটি মেয়াদের সময় ইতোমধ্যে দু’বার বাড়ানো হয়েছে। কিন্তু ফ্যাসিবাদীদের কারণে নির্বাচন করা সম্ভব হয়নি। সদস্যদের সকলেরই দাবি, একটি সুন্দর ও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু বর্তমান কমিটির মাধ্যমে নির্বাচন করার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। তাই প্রশাসকের মাধ্যমে নির্বাচন হওয়া জরুরি। সদস্যদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করে একটি সুষ্ঠু ও সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন অনেকে।
অনতিবিলম্বে অন্যান্য বাণিজ্য সংগঠনের মতো বায়রাতেও প্রশাসক নিয়োগ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি করেছেন তারা।
বিআলো/তুরাগ