বায়ুদূষণের কারণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল
আন্তর্জাতিক ডেস্ক: বায়ুদূষণের কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩৫২টি স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
শুক্রবার (২৪ জানুয়ারি) এক ঘোষণায় এ তথ্য জানায় কর্তৃপক্ষ। এর আগে ২০২২ সালেও বায়ুদূষণের কারণে ব্যাংককে সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর এএফপির।
বাসিন্দাদের জন্য দেওয়া এক বার্তায় ব্যাংকক নগর কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন বায়ুদূষণের কারণে ৩১টি জেলার ৩৫২টি স্কুল বন্ধ করে দিয়েছে।
এছাড়া ব্যাংককবাসীকে দাপ্তরিক সব কাজ বাড়িতে বসে করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে।
বায়ুদূষণে ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে বাংলাদেশের রাজধানী ঢাকাও। গত দুদিন ধরে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে ঢাকা।
বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। প্রতি বর্গমিটারে এর পরিমাণ ১২২ মাইক্রোগ্রাম। এই ক্ষুদ্র কণা ফুসফুসের মাধ্যমে রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসার হতে পারে।
বিআলো/শিলি