বায়ুদূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উদ্যোগ: পরিবেশ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণ রোধে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (ঢাকা, সচিবালয়) চীনের বায়ুদূষণ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, শীতের আগেই রাজধানীর সব কাঁচা ও ক্ষতিগ্রস্ত রাস্তার সংস্কার সম্পন্ন করা হবে। ধুলা কমাতে রাস্তায় মাটি ঢেকে দেওয়া, পানি ছিটানো, ‘জিরো সয়েল’ নীতি কার্যকর এবং পানি ছিটানোর গাড়ি ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পুরনো ও ধোঁয়া-নির্গমনকারী যানবাহন অপসারণে বিআরটিএ কাজ করছে এবং নতুন ২৫০টি পরিবেশবান্ধব যানবাহন যুক্ত করা হবে। ১০টি স্বয়ংক্রিয় যানবাহন পরিদর্শন কেন্দ্রও স্থাপিত হবে।
দীর্ঘমেয়াদি সমাধানে চীনা বিশেষজ্ঞদের পরামর্শে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত নির্গমন পর্যবেক্ষণ ব্যবস্থা, বৈশ্বিক মানে নির্গমন মান উন্নয়ন, স্যানিটারি ল্যান্ডফিল, ইনসিনারেশন প্ল্যান্ট এবং এলপিজি ব্যবহারে উৎসাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্পের আওতায় দূষণকারী শিল্পে অব্যাহত পর্যবেক্ষণ, সচেতনতা কার্যক্রম এবং জাইকার সহায়তায় ঢাকাসহ দেশে আটটি বায়ু মান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিববৃন্দ, নানজিং বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ