• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদরাসার ৫২তম জলসা সম্পন্ন 

     dailybangla 
    12th Feb 2025 2:27 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদরাসা ও এতিমখানার ৫২তম সালানা জলসা অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের মাদরাসার পাঠদানের বৈশিষ্ট্য হলো, কুরান, হাদিস, ফিকাহ শাস্ত্র অধ্যয়নের পাশাপাশি আধুনিক শিক্ষা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। আমাদের মাদরাসার দৈনন্দিন কর্মসূচির মধ্যে অন্যতম একটি হলো, প্রতি ফজরের নামাজের পর খতমে খাজেগান ও খতমে কুরান আদায় করা। যাতে আল্লাহতা’লা আমাদের সকলের উপর রহমত বর্ষণ করে।

    অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ আবু তাহের মাহমুদ, মাও. শেখ সরোয়ার হোসেন, আলী হোসেন আরিফ। আলোচক হিসেবে ছিলেন, ছোবহানিয়া আলিয়া কামিল মাদরাসার শায়খুল হাদিস আলহাজ মাও. কাজী মুঈনুদ্দিন আশরাফী, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাও. মহিউদ্দিন হাশেমী, কদমরসূল হামেদিয়া দাখিল মাদরাসার সুপার মাও. মাহমুদুল হক এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ।

    সভার কর্মসূচির মধ্যে ছিল- খতমে খাজেগান, খতমে কুরআন, খতমে দোয়া ইউনুস, মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (স.), খতমে বোখারী শরীফ, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেয়ালিকা প্রদর্শন। এতে উপস্থিত ছিলেন গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ, বরেণ্য ওলামায়ে কেরাম, বুযুর্গানে দ্বীন, শিক্ষাবিদ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ এবং মাদরাসার সাবেক শিক্ষার্থীবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930